-ফ্রিল্যান্সিং শুরু করার ধাপ সমূহ সংক্ষেপে:
১. কোন সেক্টরে কাজ করবেন সেটা সিলেকশন করবেন
২. কম্পিটিটর রা মার্কেটে কি সার্ভিস দিচ্ছে সেটা যাচাই করবেন
৩. ইউটিউব থেকে সিলেকশন করা সেক্টরের উপর প্লেলিস্ট দেখবেন সাথে অনুশীলন করবেন।
৪. মার্কেটপ্লেস টিউটোরিয়াল দেখবেন এবং রিসার্চ করবেন
৫. মার্কেট রিলেটেড ফেসবুক গ্রুপে সময় স্পেন্ড করবেন, যা জানেন অন্যকে জানাবেন যা জানেন না জানার চেষ্টা করবেন।
৬. ছোট খাটো ইনফরমেশন কালেক্ট করার জন্য গুগল সার্চ করার অভ্যাস গড়ে তোলা।
৭. ইংরেজি কথোপকথন অনুশীলন করা
৮. এডোবি ফটোশপের উপর মোটামুটি দক্ষতা অর্জন করা (সব সেক্টরের ওয়ার্কার দের জন্য প্রযোজ্য)
৯. কাজ করার চেষ্টা করা মার্কেটে পাশাপাশি স্কিল বাড়ানো।
অত্যাবশ্যকীয় উপাদান -
১.কম্পিউটার
২. ফোন (অপশনাল)
৩. আনলিমিটেড ইন্টারনেট
৪. প্রচুর ধৈর্য ও আগ্রহ
#freelance
#Fiverr
#digitalmarketing
#logodesigner
#socialmediamanager
0 Comments